বিজয়ের চেতনা
তেইশ বছরের শোষণ নিপীড়ন
সয়েছিলো বাঙালী জাতি,
যায় না ভুলা সেইসব নির্যাতন
রাজাকার ছিলো যেথা সাথী।
সাম্য সমতা ন্যায্যতার দাবীতে
হয়েছিলো বাঙালী সোচ্চার,
যুদ্ধ বেঁধেছিলো এই ভাটিতে
হানাদার হঠাতে বারবার।
বায়ান্ন ছেষট্টি ঊনসত্তর পেরিয়ে
হয়েছিলো বাঙালীর একতা,
সত্তরের নির্বাচনে জয়কে ছাড়িয়ে
পেয়েছিলাম নতুন বারতা।
বঙ্গবন্ধু দিলেন স্বাধীনতার ডাক
আপামর জনতা জড়ালো যুদ্ধে,
স্বাধীনতার চেতনায় পেলো নতুন বাঁক,
১৬:ই ডিসেম্বর বিজয়ের ছন্দে।
চেতনায় শাণিত আমাদের বিজয়ে
শান্তি সম্প্রীতিতে আছি তো বেশ,
বাংলার আলো বাতাসের স্নিগ্ধ বলয়ে
জুড়াই সদা প্রাণের রেশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much