তুমি
এতদিন দেখেছি তোমার ভালোবাসাকে শরতের মেঘে
বিকেলের রামধনু অথবা শিশির ভেজা ঘাসে।
তোমার গভীর হাসি খুঁজে পেয়েছি
দিগন্তে হারানো সবুজ ধানের দোলায় দোলায়
অথবা প্রজাপতির রঙ বাহারি পাখনার ছোঁয়ায়। তুমি ছুঁয়ে আছো সন্তান কোলে মায়ের মনকে
কোন ভিখারী হাত পেতে পাওয়া খাবারের অংশ
যখন পথ কুকুরের মুখে তুলে ধরে
তুমি সেই পাত্র খানি ছুঁয়ে থাকো ভালোবাসায়।
আজও তোমার ভালবাসার ছোঁয়া পেলাম
রোগদীর্ন মুমূর্ষু প্রাণের অন্তর জুড়ে
আমার স্বপ্নে যেমন ছিলে, তেমনি বাস্তবেও
তোমার প্রেমের জিয়ন কাঠি ছুঁয়ে আছে
মানুষের বিশ্বাসে অবিশ্বাস, আলো অন্ধকারে।
যমুনার স্রোতেও তুমি ,অরন্যের দাবনলেও তেমনি
যন্ত্রণার উৎসে। ধংসের বহ্নিশিখায়
তোমার প্রেমে দেখেছি, যেমন মোনালিসার হাসিতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much