২১ ডিসেম্বর ২০২০

ভবেশ বসু


অনন্তকালের নিচে বসে আছি 


আজ আর কোথাও নয়,বসে আছি অপরাহ্ন বেলায়

ঘাস ঘন সবুজ নদীতীর,পৃথিবী সমান সোনা রূপায়

কান পেতে কথা শুনি,নিরীহ নিরাশ্রয় লতারও প্রেম

প্রতিশ্রুতি, নড়ে উঠে পাতা একে অপরে দুঃখ ভুলায়।


আমি বসে আছি শালুক পাশে,জলে জলে জল খেলা

রূপকথার শিশিরে শিশির,এই অকৃত্রিম ভাঙন বেলায়

বসে আছি জীবনের কান্না ও সুখে,প্রতিটি ঢেউ স্রোতে

কামনার বুক চলকে যায় তোমারই হলুদ মাখা হাতে।


অনন্তকালের নিচে বসে আছি,অবিকল সেই উৎসব

অনন্তকালের নিচে বসে আছি,অবিরাম সেই উৎসাহ

আমায় সজাগ সচেতন রাখে কুয়াশার বুকে কুয়াশা

আমায় সজাগ সচেতন রাখে আমারই মৌন আকাঙ্খা।


কোথাও নয়,তোমার ঘুমিয়ে পড়া মাটি ছুঁয়ে আছি

চার চোখ আমাকে দেখায় কতটা অবহেলা করেছি !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much