ভালবাসার পরিত্যক্ত বাড়ি
ভালবাসার সুরক্ষিত দেয়াল যেনো
আজ শতবর্ষের পরিত্যক্ত পুরনো বাড়ি,
এখানে ওখানে নোনাধরা পুরনো বাড়ির
ভাঙা ইঁট উঁকি দিয়ে জানাচ্ছে নিজের
অস্তিত্ব, চারিদিকে ঘিরে আছে ঘন সবুজ
বটের ছায়া ছড়িয়ে শিকড় যত্রতত্র!
এখানে এখন মাঝেমাঝে কিছু পর্যটকের
দেখা মেলে, যারা একসময় ভালবাসা
ছিলো বলে লুকিয়ে দীর্ঘশ্বাস ফেলে এবং
মোবাইলের ক্যামেরায় বন্দি করে
সেইসব পুরনো দিনের ইতিহাস!
এখানে এখন স্বাধীনভাবে বাস করে
বাদুড়ের দল, প্যাঁচা এবং তক্ষকের
একটা ব্রিগেড! শুধু ভালবাসাই নেই
মানুষের মধ্যে, ওরা এখন এক একটা
খেলনা রোবটের মতো! অথচ একদিন!
আহা! ভালবাসা ছিলো মানুষের জন্য
মানুষের, প্রেমিকার জন্য প্রেমিকের,
নদীর, বৃক্ষলতা পাতা , পাহাড়ের, সমুদ্রের,
সবুজ ঘাস, পাখিদের কলকাকলি মুখর দিনের, শিশির ভেজা সকাল ; এসবের জন্য
ছিলো মানুষের কী ভীষণ মায়া!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much