উড়ছে বুলবুল
It's raining cats and dogs
" মুষলধারে বৃষ্টি "
আক্ষরিক অর্থ করলে দাঁড়ায় .....
বিড়াল কুকুরের বৃষ্টি হচ্ছে !!
কিন্তু ঝুম বৃষ্টির সাথে
বিড়াল কুকুরের সম্পর্ক কোথায় ?
অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত ‘বুলবুল’!
স্থলভাগে আছড়ে পড়া
এখন শুধু সময়ের অপেক্ষা##
বুলবুলি নীরব নার্গিস বনে
ঝরা বন গোলাপের বিলাপ শোনে !
বৃষ্টি ঝরে রূপালী ফুল হয়ে ।
আকাশে কালো মেঘ
বাতাসে বৃষ্টির ঘ্রাণ
মুক্তোদানার ঝিরঝিরে বর্ষনে
ভিজে যাচ্ছে চারিপাশ
বৃষ্টির সুবাসে মন মাতাল আজ
এমন দিনে তারে কি বলা যায় ............ ।।
বৃষ্টি ভেজা প্রকৃতি
স্নিগ্ধতা ছড়ায় চারিপাশে
তবু এক টুকরো শুষ্কতা
টের পাই শুধু আমি
আচ্ছা বলতে পারো !
বৃষ্টিতে সব শুষ্কতা ভেজে না কেন ?
বৃষ্টিতে ভিজতে কার না ভালোলাগে
প্রিয় মানুষটির হাত ধরে ..........
বৃষ্টিতে যে সুর থাকে
কথা থাকে
থাকে বাসনা !!
আর
থাকে #স্বপ্ন !!
স্বপ্নটুকু জাগিয়ে দেবার চেষ্টা
কিন্তু
স্বপ্ন পূরণ করে দেবার
কোনো দায় নেই
এই বৃষ্টির ......
বালিশ ছেঁড়া স্বপ্ন ধোঁয়া
উড়ছে উড়ুক
উড়ছে উড়ুক ।।
***************************************
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much