১৩ ডিসেম্বর ২০২০

মিটু রানী শর্মা




মায়া ঘেরা জগৎ


এই জগৎটা বড়ই বিচিত্র 

মায়ায় ঘেরা অপরূপ নাট্যমঞ্চ,

জীবনের তাগিদে চলছে অবিরত 

জীবনটা হচ্ছে একটা রঙ্গমঞ্চ। 


সারাদিনের ব্যস্ততা শেষে শান্তির ছায়ায়

খুঁজে মন একটু আরাম আয়েশ,

তাইতো মায়ার টানে ছুটছে বেগে

পাওয়ার আশায় করছে জীবন শেষ। 


কতো অবহেলা কতো যন্ত্রণা সহে

পার করে যায় জীবন বেলা,

মনে হচ্ছে মায়া ঘেরা জগৎ মাঝে 

জীবনটা এক পুতুল খেলা। 


যখন হাজারো কষ্ট বুকে দানা বাঁধে 

একাকীত্বে আনমনে লুকিয়ে কাঁদে,

মনে ভাবে ভবো মায়া ত্যাগে সুখ

কি হবে সাজিয়ে সংসার?মনের সাধে।


একদিন তো যেতেই হবে অন্দরমহলে 

সুন্দর এই পৃথিবী ছেড়ে, 

তাহলে কেন মৃত্যুর কথা মনে হলে

চোখের কোণে জল ঝরে।


কেন এত মায়া?কেন এত প্রেম?

নিঃস্ব হতে চাইলেও পারে না মন,

বেঁধে রাখে প্রকৃতির মায়ায়

আবদ্ধ করে রেখেছে,মায়া ঘেরা জগৎ জীবন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much