বিদায়ের ছাড়াছাড়ি
যাই, প্রিয়ভূমি ছাড়ি
রাশভারী তোমাকেও৷
আলিঙ্গনে চুমি সব চেনামুখ৷
জলে ভড়ে মনোলোক৷
হায়, আজিকে এ ভরা জলে কেন ডুবিলো তরীখানী মোর? সব আখিকোনে কেনইবা প্রহসনের মেকী জল, সখী?
আমিতো দেহান্তরে লুকায়িত, মনন্তরে তো নই!
তবু কেন নিস্তরঙ্গ এই জলের নেমন্তন?
সখী, তাবৎ খুঁজিও আমায়, সন্ধার সুখতারায়,
আর অবেলার কুয়াশায় অথবা ঘন মেঘের আরশীতে৷
যখন শেয়ালের দল ডেকে যাবে হীম ধরা প্রকম্পে৷
আমি যে হেথায় রহিবো প্রিয়, সাড়ম্বরে৷
তবু আমি যাই, যাই সব ছাড়ি,
প্রিয় তুমি, এমনকি আমার শ্বেতকায় প্রকোষ্ঠরেও....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much