১৩ ডিসেম্বর ২০২০

তুহিন কান্তি ভট্টাচার্য এর ছড়া



দাদু-নাতি


দাদুর কাঁধে বসে নাতি

খিলখিলিয়ে হাসে

দাদু ভাবে, বাঁদর কেন

আমার আশেপাশে!


‘দাদু তুমি ছোট্ট বাবু

নেই মোটে দাঁত মুখে

খাওনা বুঝি আখ-পেয়ারা

দাঁত হারানোর দুখে!  


 মাথার ওপর মরুভূমি

চর জাগে কি টাকে?

চুল বুঝি সব নিয়ে গেছে

কুচকুচে দাঁড়কাকে!


চোখ দুটিতে চশমা কেন

কম বুঝি তার জ্যোতি

না হয় কিছু ঘাস খেলে রোজ

খুব কি তাতে ক্ষতি!


নাতির কথা শুনে দাদু

মিটমিটিয়ে হাসে

এবং বলে, ‘জবাব পাবি

তোরও সময় আসে।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much