১৩ ডিসেম্বর ২০২০

রিনাৎ সুলতানা

আস্বাদন


একমাত্র স্রোতস্বিনী নদীই জানে 

থেমে যাওয়ার যন্ত্রণা কত করুণ হয়,

পাহাড় থেকে নেমে আসা চঞ্চল ঝর্ণা জানে 

সুখ সে'তো সাগরের মোহনায়। 


বিটুমিনের উত্তপ্ততায় ধাবমান পথই জানে 

কত পাথর বুকে চেপে  মসৃণ হতে হয়,

ঝড়ের তাণ্ডব কি বোঝে কখনো ভাঙ্গনের মানে

কষ্টের তীব্রতায় রক্তাক্ত হৃদয়ের ক্ষয়। 


ডানা ওঠা পিপড়ে কি বোঝে ওড়ার মানে

আলোর ফুল্কিতে মৃতুর কোলাহল!

হৃদয়ের আরশিতে ব্যর্থতার গ্লানিই জানে 

অচঞ্চল জীবনের প্রতিটি সকাল। 


কেবল আগার আগারই জানে কতটা দহনে 

নিজেকে মেশালে সুগন্ধিও মাতাল হয়,

শুধুমাত্র নির্ভিক দাঁড়িয়ে থাকা পাহাড়ই জানে 

কিছু না বলেও অনেক কিছু বলা যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much