জীবনের প্রাপ্তি
এই জীবনে যেটুকু পেয়েছি
ভালো কি মন্দ দেখার সময় আজ আর নেই,
হাসিমুখে সবটুকু কুড়িয়ে নিয়েছি
কত আশা ভালোবাসা গভীর হৃদয় তলে
ঢেকে রেখেছি বুকে কত হাসি অশ্রু জলে।
দুচোখে আজ খরা নেমেছে কান্নার অবসর নাই।
সবার মুখের হাসি টাই
আজ আমার সকল দুঃখকে করে ছাই।
দিনের শেষে তব সম্মুখে দাঁড়াইনু
ওহে পরমেশ্বর
নিজ কর্ম করিয়া স্মরণে
সাঝের বেলায় সঁপিলাম তব চরণে।
তুমি যে জীবন দিয়েছো আমারে
নিজেই বিনাশ করি আজ নিজেরে ,
যা পেয়েছি এতেই খুশি আমি
আমার কাছে এটাই যে পরম দামি।
আমার যা আছে দোষত্রুটি যত
সবার কাছে নত হয়ে ক্ষমা চাই শত।
হয়তো সেদিনের কোনো সন্ধ্যায়
অসমাপ্ত হয়ে রয়ে যাবে
আমার জীবনের শেষের কবিতাটায়।
অনন্য সুন্দর লেখনীমুগ্ধতাএকরাশ
উত্তরমুছুন