শিলং ফাইল -52
চাঁদনী তলার মাঠে ঝর্ণা শুয়ে আছে
পাহাড়ের সাড়াশীতে তার চুপবেলা
বেহালায় বুঝি দর্দ রাখলো কেও
ধুয়ে যাওয়া রং এর দীঘিতে পারদ
নেমে আসছে ফের মফলা এর
সূর্যোদয় প্রজাপতির ডানা বয়ে আনে
পোস্তুতরোদ সাজান বাঁশের ছাউনিতে
আদরের লুকোচুপি ভালবাসা পণ
পাইনের পিংলা পথ ----নিঃশ্বাসের পাঠ
মনের জানলায় অসংখ্য নাসপাতি প্লাম
কমলা আর পীচ মাখা বেলার উথলে
পড়া ---উপজাতির বস্তি ঘিরে ভালবাসার
নদী বইছে ------ জাতীয়তাবাদের নির্বিশেষে
সোনায় এতোটুকু খাদ নেই ---
সত্যিই অন্যরকম ভালোলাগা কবিতায়
উত্তরমুছুন