১৪ নভেম্বর ২০২০

ফাহমিদা ইয়াসমি

কবির নদীতে জমা শখ


সোনা রোদে এঁকে যাই তোমার ছবি

তুমি ব্যস্ত নগরীর ভ্রান্ত পথে ছোটা কবি

দেখে যাই তোমার নাগরিক জীবন, ধূলোমাখা সময়

কখনো কাব্যের শরীর খুঁজে দেখেছো কি কয়?


আমি জানি তোমার বাঁকে বাঁকে শব্দ জয়ের জিদ

রাতকে নদী করো দিনকে ছুটি দেওয়া হারানো নিদ

নিদ্রা হারানো তুমি রঙিলা পাখির পাখা ঝরা দুপুর

চলো ছবি নয় কবি হই কবিতার শব্দে গাথা নুপুর।


ভুলগুলো তুলো হয় ঝরে যাউক শিশির হয়ে

আমাদের সুখগুলো দুঃখকে ছুটি দেওয়া দ্বন্দ ক্ষয়ে।



                                        ( যুক্তরাজ্য ) 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much