১৪ নভেম্বর ২০২০

শ‍্যামল রায়



নীল খামে চিঠি


নীল খামে চিঠি, নীল আকাশে

তুমি বৃষ্টি , উত্তরের জানালায় বাতাস।

 তুমি  বৃষ্টি হয়ো, বৃষ্টি পাবো

 তৃষ্ণার্ত মনে-- সোহাগ দিয়ে

নতুন প্রাণে ভালোবেসো।

সজীব হয়ে উঠবো তোমায় পেয়ে

নতুন পৃথিবী তো -------

নীল খামে পাঠানো একটি চিঠি আকাশে।

বুকের উপর বৃষ্টির ফোটায়

সোহাগ ভরা অক্ষরে অক্ষর

আমাকে ছুঁয়ে দেখো আলিঙ্গনে

তুমিতো বৃষ্টি ফোটা-----।

রং তুলির টানে প্রতিটি সাদা পাতায়

অক্ষরে ভালোবাসার গন্ধ হয়ে থেকো

নীল খামে চিঠি পাঠালাম,

নীল আকাশে ,আঁকড়ে ধরো

আঁচলে জড়িয়ে চিরদিনের মতো।

সজীব হয়ে উঠবো, তোমায় পেয়ে

তুমি তো এক নতুন পৃথিবী হবে

 শুধুই আমার কাছে--------।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much