১৪ নভেম্বর ২০২০

রণজিৎ সরকারের আঞ্চলিক লিমেরিক



অসুরোছায়া


বছর বছর কী কামে আস তুমি মা গো

দশ হাত তুইলা আশিষ বিলাও  কাগো

অসুরেরা চারিদিকে হামলায়

দাপাদাপি অগো কেডা সামলায়

বাঁচতে যদি চাও তয় ইহান থিকা ভাগো

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much