মানচিত্র
বিন্দু বিন্দু দূষিত ঘামে রক্তে জমাট বাঁধা,
ইতিহাসের লুপ্ত ইতিহাস অজস্র আঁকা!
ফোস্কা হাতে নিরন্তর কোদাল, গাঁইতি, শাবল
ইটে ইটে নখের আখর কীর্তি নত স্বর্নোজ্জ্বল।
ক্রমে সমতল ছেড়ে সাগর থেকে হিমালয়ে
পরিচয় দিয়ে বদলে যাচ্ছে পবিত্র মাতৃকোলে।
সৃষ্টির উল্লাসে মগ্ন নীরব ভগবান
পোড়া চাম পায়ে দুর্গন্ধ ভুবন আলোকিত।
কঙ্কাল বুকে খোদাই বহু ব্যথার উপগল্প।
স্ত্রীলোক বিড়ি বেঁধে খেতে পায় খুব অল্প!
দেশ গড়ার দায়ে ওরা বাড়ি থেকে দূরে দূরে
ভেঙে পড়েছে বাড়ি, আর্ত পরিবার অনাহারে।
দেশ টা যাদের জন্য, যাদের কল্যাণে গড়া
মিথ্যা গনতন্ত্র, মিথ্যা শপথ ফানুষে মোড়া।
ভোট বাক্স হাপিত্যেশে গলা ছেড়ে হাঁকে, ওহে
কোথায় তুমি, অভুক্ত আমিও তোমার মত যে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much