১৪ নভেম্বর ২০২০

তৈমুর খান এর দুটি কবিতা



কীর্তন


ঘরে ঘরে বৃষ্টি নামবে 

আজ কীর্তনের আসর বসেছে

মেঘ ছেয়ে গেছে সারা পাড়া 

তুমি পড়শির মেয়ে

আমি মাখন চোরা


পাঞ্জাবিতে ফুল ফুটেছে 

ততোধিক সুগন্ধ আনকোরা

সারারাত ঝরবে আলো 

জ্বলবে বিষহরি


তুমি বলবে জয়দেব

আমি বলব পদ্ম

প্রেমে দামোদর ভাসবে

জগৎ হবে অন্ধ।



 নৌকা নদী গান


তোমার দেহ হিল্লোলিত নদী 

চোখদুটি নৌকা-ভ্রমর

আমার এখন তাই 

স্বচ্ছ নাবিক হতে দেরি


চোখে ভাসে নৌকাডুবি 

কান শোনে ঢেউয়ের গর্জন

তবু শান্তি পারাপার ছবি

জলজ মায়ার শীতল সোহাগ


ঠান্ডা আলো বিস্ময়ের গান

তীব্র শরীরী নিমন্ত্রণ

গতির ভাষাও শিখে নিই 

সংকেত বাজাতে থাকে 

               নিষিদ্ধ স্বরলিপি।

1 টি মন্তব্য:

thank you so much