অখন্ড
প্রিয় হেমন্ত, চুপিচুপি এসে কতোই না কথা বলো
নতুন করে জানতে চাও কুশল সংবাদ
প্রতিরাতে বিছানার পাশে সাজিয়ে রাখো কামিনী
নিজের প্রতি যত্ন নিইনা বলে অভিযোগ করো
শীতল বাতাসে ভেসে বাড়িয়ে দাও ক্ষুধা
নিঃস্ব রিক্ত করে প্রমাণ করো ভালোবাসা
তবুও পারিনা তোমাকে ছুঁতে
প্রতিবার মনে হয় সংসার করব তোমার সাথে
তোমাকে দেব নবান্ন-ঘ্রাণ
চাষিবউয়ের মতো মেখে দেব একথালা পান্তা
খেলব রোদ-ছায়ার বাঘবন্দিখেলা
তবুও শেষ পর্যন্ত পারিনা কিছুই
আমার অশ্রুসিক্ত কলমে লেখা হয় ধর্মগ্রন্থ
বিষাক্ত কীট প্রতিবার খুঁচিয়ে তোলে বিভেদ
দাঙ্গার ছক কষে মন্দির-মসজিদে
প্রিয় ঋতু প্রতিদিন ভাঙে আমার স্বপ্ন
প্রিয় হেমন্ত আমাকে দাও অখন্ড নিজস্বতা।।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much