মৌরুসী-পাট্টা
গাছ,তুমি এত অগোছালো কেন?
ডালপালা এমন ভাবে ছড়ায়!!
জানোনা! এটা মরুভূমি
এখানে শুধু কাঁটা জন্মায়...
মোড়লের কথায় ,বিষন্ন গাছ বলে,
জীবন আগুনে জ্বলে-পুড়ে
মানুষ দুপুরে , আমার ছায়ায়
একটু শান্তি পায়,সে কি বৃথা তবে?
আর ঐ পাখিগুলো ! যারা গান গায়
তারাই বা বাঁচবে কিভাবে ?
শুনে মোড়ল বলে,ভুলে যাও সব
তোমার যত ছল,বড় হওয়ার কৌশল,
কৌলীন্য কোথায় তোমার,বুনো ভূত
জঞ্জাল,আগাছা কোথাকার!
গাছের পাতা মৃদু দুলে বলে,
ক্ষতি কি,যদি আমার মত
দু একটা বুনো আগাছা জন্ম নেয়?
কাঠফাটা দুপুরে ,তবুওতো
একমুঠো ,শান্তি কাউকে দেয়।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much