১৪ নভেম্বর ২০২০

সাইফুল আলিম এর গল্প



আসামীর জবানবন্দি


বিজ্ঞ আদালতে একজন মেয়ে তার স্বামীর বিরুদ্ধে সি আর মামলা দায়ের করা হয়েছে অভিযোগটি ছিল ৫০০০০০ (পাঁচ লক্ষ টাকা) যৌতুক দাবি করে মারধর করে। অভিযোগের ভিত্তিতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেব গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয় এবং পরবর্তীতে ধার্য তারিখে আদালতে আসামী স্বেচ্ছায় আত্মসমর্পণ করার জন্য এ্যডভোকেট সাহেব এর মাধ্যমে আদালতে হাজির হয়। বিজ্ঞ কৌশলির শুনানীন্তে বিচারক সাহেব আসামীকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে যে,

তুমি যদি আমার প্রশ্নের সঠিক উত্তর দাও তাহলে তোমাকে পুরষ্কার দেওয়া হবে ।


সত্যি বলছেন সার!


জি আজ্ঞে সত্যি বলছি 


নাম কি তোমার ?

হেসে হেসে বল্লো - প্রান্ত 

কি করো তুমি ?

ব্যবসা। 

তোমাদের বিয়ে হয়েছিল কতো দিন হলো?


এক বছর তিন দিন।


নাম কি তোমার স্ত্রীর?

নদী। সার্টিফিকেটে - তামান্না আক্তার নদী 


কাবিন হয়েছে কতো টাকা?

৫ লাখ টাকা।


ডিভোর্স দিয়েছো বিয়ের কতো মাস পর?


তিন মাস পর। 


ভরনপুষন এর খরচ দিয়েছো ?


না সার ।


মেয়ের কাবিনের টাকা কখন দিয়েছো?


দেই নাই। 


মেয়েকে নিয়ে সংসার করবে না কেন?


মেয়ে ভালো না,

কি খারাপ মেয়ে তোমাকে পাগলের মতো ভালবাসে?


না সার,স্বাভাবিক ভাবে ভালোবাসতো। তবে অন্য ছেলের সাথে হষ্টিনষ্টি করতো ।


মেয়ের বাবা কি করে?


রিক্সা চালক।


প্রেমের বিয়ে না ম্যারেজ ?


হেসে হেসে বল্লো - লাভ ম্যারেজ।


তাহলে কি তিন মাসে ভালবাসা ফুরিয়ে গেছে? তিন মাসে  তো বিয়ে করা বৌ এর ঘ্রান ই  যায় না।


একটি মুশকি হাসি দিয়ে......


সার মেয়ে সুন্দর চেহারা দেখিয়ে আরো কয়েকটা ছেলের সাথে রিলেশন করেছে ।


তুমি দেখেছো 


না সার শুনেছি।


কোথায় থেকে শুনেছো? কে বলেছে তোমাকে?


অনিকা।


কে সে?

বোন সার, অনিকা আমার ছোট। সে আই এ থার্ড ইয়ারে আছে সার।

খুব আদরের দুলালি সার।

মাঝে মাঝে অন্য বোনের সাথে ঝগড়া করে।

কিন্তু আমাকে খুব ভালোভাসে।


তুমি কয়টি মেয়ের সাথে প্রেম করো।


সাতটি । 


কয় নাম্বার প্রেম তোমার?


আট নাম্বার। সার বিথিলা ও ব্রেকি এই মাল দুটি অনেক কিউট সার। শাপলা সার আরো সুন্দরী সার। না দেখলে বিশ্বাস ই করতে পারবেন না সার।


কতোটা wetting?


ছয়টি। 


কিভাবে তাদের সাথে প্রেম হয়েছে?


সব সার ফেইসবুক কালেকশন। ফেইসবুক পছন্দ মেসেন্জারে প্রেমালাপ। তার পর সার আরো কতো কি........... 


টাকার জন্য কে গিয়েছিল তোমার বাবা মা না তুমি?

আমি যাইনি সার,  আমার মা পাঠিয়েছে।


তোমার ব্যবসার প্রয়োজনে কতো টাকা চেয়েছিলে তাহার কাছে?

মাত্র দুই লাখ টাকা দেওয়ার কথা বলেছিলো মা ।

কি বলেছে? দেওয়ার কথা বলেছে কি?


না সার,

মা, বাবা তো রিস্কা চালিয়ে আমাদেরকে অন্ন বস্ত্র দিতে কষ্ট হয়ে যেতো কিন্তু আমাদের পড়া লেখার খরচ দিতে পারতো না। আমি টিউশনি করে ভাই বোনের পড়া লেখার খরচ চালাতাম। কোথায় পাবো এতো টাকা?

দেশে যায়গা জমি বিক্রি করে আমার ছেলের ব্যবসার জন্য টাকা নিয়ে আসো যাও। আমার ছেলের জন্য কোটি পতি মেয়ের বাবা লাইন ধরে দাঁড়িয়ে আছে ।

বুঝতে পেরেছো? 


উকিল সাহেব কিছু বলার জন্য দাড়িয়ে গেলে.......


অর্ডার অর্ডার অর্ডার কেহ আদালতে হৈ চৈ করে পরিবেশ নষ্ট করবেন না।

বিজ্ঞ লার্নেড অনুগ্রহ করে বসে পড়ুন। জবানবন্দি রেকর্ড করে নেই তার পর আপনি যা যা বলার বলবেন।


আপনারা কয় ভাই কয় বোন?

তিন ভাই ৫ বোন।

পড়া লেখা কতোটুকু করেছো ?


আন্ডার মেট্রিক।


স্ত্রী কি পাশ করেছে?

এই ধরেন বিয়া পাশ।


মানে?


বাদী পক্ষে বিজ্ঞ আইনজীবী দাড়িয়ে

অবজেকশন ইউর অনার ।

আমার মোয়াক্কেলকে ইনসাল্ট করা হচ্ছে।

আমার মোয়াক্কেল বি. এ পাশ করেছে সার।


আদালতে সবাই হাসা হাসি করতে লাগলো....


অর্ডার অর্ডার অর্ডার।


ডিভোর্স লেটার কে পাঠিয়েছে?


উকিল সাহেব।


ডিভোর্স দেওয়ার কথা কে বলেছে তোমাকে?


মা আর অনিকা।


বর্তমানে কি বিয়ে করেছো?

না সার, তবে ফাইনাল কথা বার্তা চলছে আগামী সপ্তাহে বিয়ে করাবে বলেছে অনিকা,অনিকা ও মা মেয়ে অনেক সুন্দরী আবার দশ লাখ টাকাও দিবে বলছে।

সেই টাকা দিয়ে সার এবার আমরা মাছের আড়ৎ এ বড় দোকান পজিশনে লইতে পারবো।


কিসের টাকা?


এখনকার যুগে ছেলেকে কিছু দিতে হয় না সার। ঐটাই

অনেকেই বলে এটা নাকি যৌতুক।

আমাকেও ব্যবসা করার জন্য পাচঁ লাখ দেবে আপাতত ...

আসামী পক্ষের আইনজীবী খুব ফেডাপ হয়ে আছে আসামীর প্রতি।


কোর্টের পিউন - আদালত নামছে

আসামী চিৎকার করে বলতে থাকে

সার আমার পুরুষ্কাকার।


ম্যাজিস্ট্রেট সাহেব মুচকি হাসি হেসে বললেন

তুমি জেলখানার মধ্যে কয়েক বছর ঘুরে আসো তার পর তোমাকে পুরুষ্কাকার দেওয়া হবে। 


নথি পর্যালোচনায আদেশ,আসামী ভিতরে যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much