স্বপ্ন উড়ান
আকাশটা নীল, ফুরোয় না যে
পাহাড় একা সবুজ মাখে
চোখ জুড়োনো দৃশ্যপটে
অজান্তে দূর তুষার ঢাকে।
ছুটছে ফেনিল নদীর খাতে
আমোদিত জলের ধারা
শেষ বিকেলের রামধনু রোদ
ইচ্ছেডানায় মেলছে পাড়া।
আলতো বাতাস বুলোয় পরশ
ক্রমান্বয়ে মেঘরা খেলে
পলক পড়ার আগেই খুশি
আনন্দ কেউ দিচ্ছে ঢেলে।
দুধ সাধা রং চতুর্দিকে
ঘুম ছুটে যায় পক্ষী-তানে
বৃক্ষ সুবাস গুলঞ্চ ভোর
কী অপরূপ বাজছে কানে।
কোথায় এমন স্বপ্ন উড়ান
ভিতর বাহির অহমিকা
একটা টিকিট কাটুন দাদা
পৌঁছে যাবেন ঝিকিরঝিকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much