০৬ নভেম্বর ২০২০

সন্তোষী ব্যানার্জী

 বন্ধু মানে


বন্ধু মানে, একমুঠো খোলা আকাশ,

মুহুর্মূহু বয়ে চলা, বাসন্তী দখিনা বাতাস--

মনের দরজা হাট করে দেওয়া যায় অনায়াসে,

সত্যিকারের বন্ধু যে জন ,সে যদি থাকে পাশে,

বন্ধু মানে ঝিরঝির ইলশেগুঁড়ি বৃষ্টিতে,

ঠান্ডা লাগা ভুলে অবিরাম ভেজা যায় হাতটা দিয়ে হাতে,

বন্ধু মানে চোখ বন্ধ করে অন্তহীন বিশ্বাস,

সারা জীবন পাশে থাকার এক অলিখিত আশ্বাস,

বন্ধু মানে, সাথে থাকলেই উচ্ছ্বাস বাঁধনহারা,

হিরোসিমা দিনে একসাথে নীরবতা পালন করা,

বন্ধু মানে এলোমেলো পথ চলা, আর বিনা কারনে ঝগড়া

হাজারটা ভুলেও, হাসিমুখে চট করে ক্ষমা করা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much