০৬ নভেম্বর ২০২০

শান্তিব্রত চট্টোপাধ্যায়

 ঝাঁকড়া ভালু আলুথালু

একটা ভালু আলুথালু

একলা একা কাঁপছে জ্বরে

ধুলোয় শুয়ে দিচ্ছে গড়াগড়ি

হঠাৎ উঠে তড়বড়িয়ে

দাঁত খিঁচিয়ে কড়মড়িয়ে

মৌজ করে চেবায় রাঙা আলু।


বন ছেড়েছে কবেই ভালু 

এখন শুধু হেলেদুলে

ঘুঙুর বাজায় ঢেঁকুর তুলে

এই গলি আর সেই গলিতে

বোল ওঠে যেই ডুগডুগিতে 

থপথপিয়ে কোমর দোলায় কালু।  


নাছোড় মালিক বড্ড চালু 

সকাল বিকাল সন্ধ্যাবেলা

নাচার কালুর চলছে খেলা 

সবাই খুশি, খুশির ঝড়ে

ঝনঝনিয়ে পয়সা ওড়ে 

ঝরনা চোখে দেখতে থাকে ভালু। 


আর পারে না ক্লান্ত কালু

দাওনা ওকে বিদায় ছুটি

করুক না হয় লুটোপুটি

সেই সে গহন নিজের বনে

মুক্ত সুখে আপন মনে

ঝাঁকড়া ঝামর ভালুক আলুথালু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much