আনন্দের বাড়ি
বহুদিন থেকে নষ্ট পৃথিবীতে আছি
দালালেরা ছুরি হাতে রোজ আসে
ফিরে যায়
অপেক্ষাও করে
যদিও প্রার্থনা নেই বেঁচে থাকবার
প্রতিবাদও সব ভাষা হারিয়ে ফেলেছে
আনন্দ মরেছে বহুদিন
এখন আগলাই শুধু আনন্দের বাড়ি
স্মৃতির পালক কিছু সাজানো আছে
ইতিহাস যদিও মলিন
পূর্বপুরুষের ঘাম, রক্ত লেগে আছে তাতে
ঝরনার নিকটে আর যাই না
সে এখন অন্য পাহাড়ের কাছে থাকে
তার সমূহ মাধুর্য এখন তারা লুঠ করে
ছেঁড়াখোঁড়া ব্যাকরণ বহু বাক্য ব্যয় করে
গার্হস্থ্য বিষাদ মেখে এখানে পড়ে আছে
কথাহীন আমরা সবাই, দুর্গা বানাই অন্ধকারে….
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much