০৬ নভেম্বর ২০২০

সৌগত রাণা কবিয়াল

 যদি জানতেম....



তুমি অধরে দিলে যন্ত্রণা..

আমি সেই নেশা নিয়ে অনন্ত অঙ্গন পরিপূর্ণ করে ঘরে ফিরলাম...


তখন আমার পায়ে শ্রান্ত যৌবনের ক্ষত..

কিন্তু দৃষ্টির কৃষ্ণগহ্বরে অনবদ্য প্রাপ্তির আলো...


তুমি নির্বাক-ধূসর শূন্যতা রেখা ধরে উমাবতী মুখ তুলে চাইলে আমার শরীরের বিবর্ণ প্রজাপতি ডানায়....


আমি আমার হৃদয় সহবাসের সুখময় স্মৃতি পাঁজরের আড়ালে লুকিয়ে কাঁপা দু-হাত উমা অঞ্জলির জন্য মৃত্তিকা নত করে এগিয়ে দিলাম...


তুমি অস্ফুটস্বরে অবজ্ঞার ক্যাকটাস গায়ের হলুদাভ পাপড়ির মতো আমার দিকে তাকিয়ে করুণার তরঙ্গ ছুড়ে দিলে দেহে নিয়ে শতপারিজাত রুপ...


তারপর সুদীর্ঘ একটা মিথের চাদর...

আমি আমার অদূরে নিজের উপহার হিসেবে নিজেকেই দেখতে পেলাম...


অমর মহাকাব্য শুধু একটি পরিহাস মাত্র..

এরপর আর কোনদিন পৃথিবীর কোন মানুষের মুখে আমি স্বমর্পনের সুখ দেখিনি.....!!


এখন আমি,

জানালার কাছে তোমার স্থীর চিত্রের বদলে প্রতিদিন ভোরে একটি করে মৃত প্রজাপতি স্কচটেপে আটকে উৎযাপন করি সময়ের উপযুক্ত বিসর্জ্জন...!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much