০৫ নভেম্বর ২০২০

দুর্গাদাস মিদ্যা

 অসহায় বলিদান




বেশ কিছুদিন হল 

চোখের সামনে থেমে আছে পথ 

হাত পা শিথিল

অচেনা শত্রুর ভয়ে দরজায় খিল আঁটা।

মুখোমুখি কথা নয় 

যাবতীয় চারণভূমি শশ্মান

এখন শুধু বাঁচার তাগিদে

পথের অনুসন্ধান। 

এত দুর্ভোগ  এত দুর্যোগ

দেখে অন্ধ হয়ে যায় চোখ

নেই সমাধান এ যেন অসহায়

বলিদান সময়ের কাছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much