মুক্তির বৃষ্টি---
ধুম বৃষ্টি চাই... ধুম বৃষ্টি!
বৃষ্টির দাপটে ভেঙ্গে যাক লম্পট ভ্রমরের পাখা! ভেসে যাক লোক ঠকানো.. চোখ ধাঁধানো যাত্রাপালার ঝলমলে পোশাক!
ভেসে যাক ভণ্ড মজিদের..ভণ্ডামির লালশালু ঢাকা মাজার!
মুক্তির বৃষ্টিতে ভিজে যাক জমিলা চরিত্র!
জাগ্রত হোক বৃষ্টিস্নাত জমিলার প্রতিবাদ।
(বাংলাদেশ/ ঢাকা)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much