০৫ নভেম্বর ২০২০

শেখ মোহাম্মাদ জিয়াউল হক

 আকাঙ্ক্ষার চাঁদ



যে চাঁদ আজ উঠেছে গগনে,

সে রূপ লেগেছে মননে,

শয়ণে দেখেছি যারে 

দেখি নিদ্রালোকে-

কল্পলোকে  সে-ই থাকে সারাক্ষন 

চাঁদ মুখ চাঁদ হয়ে উঠে রোজ

চারিদিকে দেখি তাঁর সাজ সাজ রব!

চাঁদও যেন  লাজে মরে এই রূপ দেখে

মেঘ রাখে নীলাকাশ তখন ঢেকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much