০৫ নভেম্বর ২০২০

শর্মিষ্ঠা মজুমদার

 তোমার পৃথিবী




তোমার পৃথিবী

দুহাতের মায়া দিয়ে গোটা পৃথিবীর

ঠান্ডা শরীরটাকে, বুকের ওমে

উষ্ণ করেছ তুমি।

এক নিঃশ্বাসে শুষে নিয়েছ

যত কালো,অন্ধকার, স‍্যাঁতস‍্যাঁতে অনুভূতি।


পৃথিবীর মুখটা এখন সামান‍্য

একটু তোলা আছে তোমার মুখের কাছে,

শহুরে আলোগুলো নিভে গেলে

জোছনা আর হাজার জোনাকীর আলো,

সাজিয়ে দেবে বাসর রাত।

সে মায়াবী আলোয় ঘুমিয়ে পড়বে

তোমার পৃথিবী,তোমার আলিঙ্গনের খাঁচায়।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much