০৬ নভেম্বর ২০২০

দেবাশিস সাহা

 দু-গাছি কান্না ও জল-আকাশ



ওয়াশরুম পেরিয়ে 

নদীর দিকে নেমে যাচ্ছে 

সরু রোগা লিকলিকে

হাড় জিরজিরে দু-গাছি কান্না


নদীর পা নেই

মানুষের কান্নাগুলো দিয়ে গয়না করে

ভর্তি করেছে শরীর 

শরীর ভর্তি অলংকার আর অহংকার নিয়ে

ছুটে যাচ্ছে মহাসাগরের দিকে


মহামানবের মহামিলন ক্ষেত্র এই জল-আকাশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much