শুধু কবিতাকে
জীবন্ত অক্ষরের মতো
সবুজ দুর্বার মখমলে
অক্ষরে অক্ষরে গড়ে ওঠে ইমারত
গড়ে ওঠে বর্ণে বর্ণে সাজিয়ে শব্দের উদ্যান
প্রশ্ন জাগে মনে এ সব কি আমার জন্য ,
আমি যখন জানালার ধারে বসে
ওই নীল আকাশটাকে দেখি
ছুটন্ত বাস কিংবা ট্রেনে
চলেছি একাকী কোথাও কোন খানে
তখন কন্ঠস্বর ভেসে আসে কানে
আবেগে হারিয়ে যাই সুদূর দিগন্তের ...
মোহময় কোন এক অস্পষ্ট আলোয় !
সেই আলো বুকে নিয়ে পরে আছি
শুধু কবিতাকে ভালোবেসে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much