কবি ও বিরহী নদী
তারিক শিপন
কেটে যায় রাত্রির ঘোর। তরুণ নদীর প্রেমের মতো
ছলছল ঘোলা ঢেউ বাসনার বাতাস ছড়ায় বুকে
প্রতিটা রাত হৃদয় নিংড়ানো পত্র লিখে যায় তার কাছে।
কবিও নদীর ভাষা বোঝেননা; অচেনা শব্দ ভেবে চলে যান!
কখনো ঝড়ো বাতাস কবিকে ছুঁতে চায়, কবি বোঝেন-
নদী কিছু বলতে চায়। কবি'র চোখ দূরে কিছু দেখে...
তিনি হেটে যান নির্লিপ্ত, দীর্ঘ রাত পরে থাকে দু'পাড় জুড়ে।
অথচ নদীর ভাষা কবির বোঝার কথা ছিলো!
একদিন কবিও বাকশক্তিহীন প্রৌঢ় হবেন
তিনি ফিরে আসবেন বিরহী নদীটার বাঁকে।
সেদিন কী আর নদী বুঝবে বোবা কবির ভাষা?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much