চৈত্রের দুপুর
তাহেরা আফরোজ
তপ্ত দুপুর
প্রখর তাপে পুড়ছে মানুষ, প্রকৃতি,
পুড়ছে মনের জমিন তোমার অপেক্ষায়।
ব্যালকনিতে কামিনী, গোলাপ, বেলি,
সমস্ত ঘরজুড়ে মিষ্টি সুবাস।
নীল অপরাজিতা দেয়াল বেয়ে ফুটে আছে
যেন নীল বিজলি বাতি সাজিয়েছে কেউ,
কোথাও কোনো সাড়া নেই
হাঁড়িকুঁড়ির খুটখাট আওয়াজ
বড্ড বেশি কানে বাজছে
আমার ধ্যান ভাঙিয়ে দিচ্ছে,
ব্যালকনিতে কামিনী, গোলাপ, বেলি,
সুবাসে মউ মউ করছে মন
সমস্ত ধ্যান তোমার অপেক্ষায়।
চোখ বুজে তোমার আসাটা কল্পনা করি
যতটা সম্ভব দ্রুত গুছিয়ে নিচ্ছ এলোমেলো ফাইল
বেড়িয়ে পড়ার প্রচন্ড তাড়া
বারবার হাতঘড়িটা দেখছ
ভাবছ, আমি পায়চারি করছি ঘরজুড়ে
আমার ফোনের অপেক্ষায় তুমি
আমিও তাকিয়ে আছি ফোনের মনিটরে
বেজে ওঠার আগেই আলোর সংকেত আসবে
পাতাগুলো মৃদু দুলছে
নিশ্বাসের আওয়াজ টের পাচ্ছি
আয়নায় বারবার দেখছি মুখ
রুগ্ন মুখাবয়বে চিকচিক রোশনাই,
তোমার আগমন বার্তায় শিহরিত মন
সেই দ্যূতি ছড়িয়ে পড়েছে আজ চোখেমুখে
ঢেকে দিয়েছে রুগ্নতার টোন।
মনিটরে হঠাৎ নীল আলোর সংকেত
রিংটোন বেজে ওঠার আগেই শুনবো
তোমার প্রেমময় কণ্ঠস্বর,
অদ্ভুত শিহরণে কাঁপছে শরীর
ঈষৎ নড়ে উঠলো আমার ঠোঁট -
'হ্যালো'
তোমার আবেশ জড়ানো কণ্ঠস্বর ভেসে এলো ,
' এইতো কাছাকাছি এসে গেছি আমি'।
কী এক অদ্ভুত আনন্দে নেচে উঠলো মনপ্রাণ
তপ্ত দুপুরের নির্জনতা ছাপিয়ে
বারবার কানে বাজছে, 'কাছাকাছি এসে গেছি'।
কাছাকাছি এসে গেছি... কী সহজ সুন্দর অনুভব !
উত্তরমুছুন