০৭ জুলাই ২০২২

কবি বিধানেন্দু পুরকাইত এর কবিতা "সেই চোখদুটো"





সেই চোখদুটো
বিধানেন্দু পুরকাইত


চোখ দুটো জানে
মেঘ নিসৃত কান্নার কলরব
যেখানে আঁধার পথ চলে একা একা। 
সময়কে ধ'রে সময়ের কাছে নিঃস্ব
রোদ্দুর খোঁজে 
চোখের কাজলরেখা।

কবির কাব্যে চোখের আকুল বিন্যাস
মায়াবী ঝর্ণা প্রেমজ কিশোরী কন্যে
কুলুকুলু বয় বুকের অন্বেষণে
হা-হুতাশ মেয়ে
বুক ভাঙ্গে কার জন্যে!!! 

মন জুড়ে বুঝি শ্যাওলা ঘোলাটে জল
রন্ধ্রে রন্ধ্রে পচন ধরাতে চায়
চোখ দেখে ভাবি মিষ্টি সোহাগী নারী
আসলে সে বুক ভাঙ্গে বুঝি বন্যায়। 

কতোটা নিঃস্ব কিংবা সুতোয় দোলে
অযাচিত তার নিশির আর্তনাদ
চোখেই শুধু কাব্য দেখলে পুরুষ
দেখলে না তার 
             বুক ভাঙ্গা চিৎকার। 

1 টি মন্তব্য:

  1. একরাশ শুভেচ্ছা মাননীয় সম্পাদক সহ সংশ্লিষ্ট সবাইকে এবং অবশ‍্যই বন্ধু কবি রুকসানা রহমানকে

    উত্তরমুছুন

thank you so much