ধূলো
অনিক রায়
আমি ধূলো হয়ে পড়ে থাকি ধূলোদের সাথে
আলোহীন গুমোট নক্ষত্রহীন রাতে
ইরার হঠাৎ ঘুম ভেঙে গেলে, এখানে হাঁটতে এলে
স্পর্শ পাবো আমি তার নগ্ন পায়ের নরম করতলে
আমার সাথে ধূলোরাও কাঁদবে সুখের অশ্রুজলে
সেই ক্ষণের অপেক্ষায় ধূলোর আয়ু নিয়ে হায়
আমার বেঁচে থাকা চলে,
যতক্ষণ অব্দি এক রাশ বায়ু আমায়
ধূলোদের সাথে উড়িয়ে নিলো না ব'লে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much