০৭ জুলাই ২০২২

কবি বকুল  আশরাফ কবিতা "দিনলিপি"




দিনলিপি
বকুল  আশরাফ

কোথাও কোন দুঃসংবাদ নেই
অপহরণ হয়নি কেউ আর, না
কোন ধর্ষন হয়নি, হত্যা, গুম
আজ কেউ হয়নি কোথাও খুন।

জমি নিয়ে জঞ্জাল, হানাহানি
নেই, এপাড়া ওপাড়ায়, মানুষের
কোন ত্রোধ নেই, ছিল না
স্বামী স্ত্রীর মধ্যে কোন বিচ্ছেদ নেইÑ

কেউ গ্রেপ্তার হয়নি পুলিশের হাতে
বিনা বিচারে কারো মৃত্যু হয়নি রাতে
বিনা চিকিৎসায় যায়নি কেউ মারা
ছাড়া পেয়ে গেছে জেলে ছিল যারা।

ভারবাহী ট্রাকগুলো নিরাপদে ছুটছে
মোটর আরোহী ঠিক গন্তব্যে পৌঁছছে
ভোট চুরি হয়নি কোথাও কোন কেন্দ্রে
ঘুষ কেলেঙ্কারি নেই সমাজের রন্ধ্রে,

এ বড় আজগুবি দিন আজ
বোশেখের আকাশে নেই মৃত্যুবাজ!

টেলিফোনে হুমকি নেই
সন্ত্রাসের সন্ন্যাস নেই,

এ কেমন দিন!
কোন ব্যংকেই কৃষকের নেই ঋণ!

কিশোরী বুক ফুলিয়ে হাঁটছে নির্ভারে
গুপ্তঘরগুলো ভালোবাসায় গেছে ভরে!

এমনটা কি হবার ছিল!
এমনাটা কেন হয়?
নাকি এসব না হারাবার ভয়!
সংবাদ ডেস্কের হয়েছে কি ক্ষয়?

নাকি ইথার পাঠায়নি সিগন্যাল
ক্ষমতা হারালো কি আকাশজাল!
নাকি সেন্সরের কাঁচিতে নেই ধার
তাই শহরে এ আজগুবি কারবার।

চলো, হেঁটে যাই নিরাপদ শশ্মানে
আজ এই ভালোলাগার দিনে!

৩টি মন্তব্য:

  1. বাস্তব এক কবিতার সামনে। শ্রদ্ধেয় কবিকে অনেক অনেক শুভেচ্ছা

    উত্তরমুছুন
  2. এমন দিনের প্রত্যাশায় থাকে মন যদি এমন দিন কখনো সত্যি হয়ে ধরা দেয় তবেই মানব জনমের সার্থকতা

    উত্তরমুছুন

thank you so much