২৫ এপ্রিল ২০২২

ইসলাম রবির গদ্য




কবির গান
ইসলাম রবি 

যারা ভিতরের ভাষা প্রকাশ করে না ,,বা ঘটে যাওয়া ঘটনাকে সহজ ও স্বাভাবিক ভাবে নিয়ে লুকিয়ে রেখে অন্য ভাষা , বিষয় প্রকাশ করে আমার মনে হয় তাঁরাই প্রকৃত কবির পথে আছে !

নামের আগে কবি টাইটেল দিলেই কবি হয় না ,,
লাইক কমেন্ট বেশি থাকলেই কবি হয় না ,,
লেখার সাথে আপেল ও গোল আলু  মার্কা  ছবি দিলেই কবি হওয়া যায় না ,, তখন উল্টা ঘটে লেখা বাদ দিয়ে মানুষ আপনার রুপের ওজন করে ... আর সেই বিখ্যাত উক্তি গুলো দেয় .. কপালের টিঁপ সুন্দর , হাতের ছুড়ি সুন্দর ,, শাড়িটা নতুন কিনলেন ? জায়গাটা ভীষণ সুন্দর... তাঁর চেয়ে বেশি সুন্দর আপনি আপু ব্রা ব্রা... ইত্যাদি !
আমার জানা মতে কবিদের লিষ্ট হল গরু ক্ষেত্র এখানে কোন বেদাবেদ বাদে সব রকমের সব বয়সের মানুষ থাকে আর সেই মানুষটা যদি হয় মেয়ে তাহলে আর কোন কথা নেই পুরুষ কবিরা চোখ বন্ধ করে রিকু গ্রহণ করে কারণ এক গবেষণায় দেখা গেছে নারী পুরুষ কবিরা বড় লুইচ্ছা এরা জাত বেদ মানে না এরা বয়সের তোয়াক্কা করে না !
এদের প্রায় সকলের নিজেদের একটা একটা গ্রুপ থাকবেই আর সে কারণেই এরা গ্রুপে মহা বীর মহারানী আর নিজেদের দেয়ালে রাস্তার ফকির ! 
আর হ্যা ফেইজবুকের অধিক নারী পুরুষ কবিরা জানেনা কোন লেখায় লাইক দেওয়া যায় কোন লেখায় কমেন্ট করা যায় ও আর এদের মেসেঞ্জারেও একটা করে গ্রুপ প্যানেল থাকবেই আর দিন নাই রাত নাই এদের বকর বকর চলতেই থাকবে কে কার প্রেমে পড়ছে কে কার ছেড়ে দিয়েছে আর শুভ সকাল রাত হাই হ্যালো ভুলেও কখনো বাদ যাবে না ..কথা সত্য আমরা এদেরকেই কবি বলে জানি আর গ্রুপ থেকে প্রতি সপ্তাহে একখানা কবিতার জন্য মেডেল ও সনদ থাকে বর্তমানে এরাই আমাদের এক শ্রেনীর কবি বড় বড় লেখদের সাথে একখানা ছবি তুললেই আপনিও বড় কবির সনদ পেয়ে গেলেন কবি ..! 
আরও একটা কথা না বললেই নয় অনেক আগে থেকেই খেয়াল করছি পুরুষ থেকে মহিলারা এখন বেশি হচ্ছে কারণ কি জানেন ? কারণ প্রকাশনা পুরুষদের লাইন নাই টাকার জন্য অথচ মহিলাদের কোন টাকা লাগে না বই বের করতে তাই বলতেই হয় প্রকাশানারা নারীর পূজারী ! এই জাতী ভাল লেখা দেখে না নারীর শরীর দেখে যা খুবি লজ্জা জনক !






(লেখকের ব্যক্তিগত অনুভূতির কথা ! স্বপ্নসিঁড়ি সাহিত্য  পত্রিকা প্রকাশক । প্রতিটি লেখকের লেখার আইনানুগভাবে দায়িত্ব নিতে দায়বদ্ধ নয় ।)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much