তীব্র শীতের একটা রাত কিনতে চাই
আছিয়া হক
(তিথি)
আমি কুয়াশায় মুড়ানো তীব্র শীতের একটা রাত
চড়া দামে কিনতে চাই পৌষ মাঘের কাছ হতে,
নবান্নের সুখ ঢোলে পড়ে হৃদয়ে স্বপ্ন উদিত হয়
বিষাদের স্বপ্ন ঢেউ তোলে বুকে তোমাকে পেতে।
কামনার দৃষ্টি ভরা দহন গুলো কান পেতে শুনি
তোমার কণ্ঠের সুর ভোরের পাখিদের গানে গানে,
সুরের তালে মাতাল করে দেয় জুড়ায় মন প্রাণ
নুড়ে পড়ি স্বপ্নের প্রান্তরে পাওয়া আত্মভিমানে।
বাসনা গুলো হারিয়ে গেছে সীমানার দুর দিগন্তে
অদৃশ্য মায়াজাল প্রেম জাগায় আঁখি মিলনে,
আলোর জ্যোতি খোঁজে জোসনা ছড়ানো চাঁদ
মেঘের রঙের পাগলামি দেখে কাঁদে নির্জনে।
প্রেমের আবেদন জানায় সন্ধাকাশের উজ্জ্বল তারা
অকাল মৃত্যু হয়েছে যে প্রেমের ঝরা ফুলো তলে,
প্রথম প্রেম আলোড়ন সৃষ্টি করে নবযৌবনা সুখে
ঘন কুয়াশার শিশির কণা ঝরে দু- চোখের জলে।
অনন্ত প্রেম অন্তহীন অবিরাম কেন মনে জাগে
তীব্র শীতের স্নিগ্ধতায় কাঁথা মুড়ি দিয়ে কাঁদে দুখে,
কুয়াশাচ্ছন্ন আঁধারে ছেয়ে আছে মোর আঙিনা
অবেলায় অবহেলায় গল্পকথা হয়ে মনের সুখে।
সৃজন করি সুপ্ত বাসনা পূর্ণতায় নিজেকে বিলাই
অবসরে বেদনারা কড়া নাড়ে মনের জানালায়,
ভোরের কলাফুলের শিশির মেখে উঠবো ফুটে
স্বপ্নচারিনী হয়ে তোমার মনের বনের মোহনায়।
জীবনের সঞ্চিত সমস্ত জমানো সুখ দুঃখ গুলো
হিসেব করিনি, কি পেলাম কি হারালাম এই আমি,
প্রতিদানে দিতে পারিনি তোমার পবিত্র প্রেমের মূল্য
পারবে কি ক্ষমা করে দিতে আমাকে ওগো তুমি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much