ভালবাসা পল্লবিত বৃক্ষের মতন...
গাজী আনিস
যখন মৃত্তিকা-
ঘাস কিংবা ঘাসফুলের সাথে কথা বলি,
হঠাৎ মনের অজান্তে তোমার নামই উচ্চারণ করি।
জানালার বাইরে-
তাকিয়ে যখন বলতে চাই,হে পৃথিবী,
তখন তোমার নাম বেজে ওঠে আমার কন্ঠস্বরে।
যখন টেবিলে
ঝুঁকে লিখি,বই পড়ি কিংবা শুয়ে থাকি,
তখন তন্ময় হয়ে বারবার তোমাকেই আবৃত্তি করি।
যখন নিঃসঙ্গ
পথ হাঁটি কিংবা চা'খানায় দেই আড্ডা,
হঠাৎ হাওয়ায় সুতীব্র জেগে ওঠে তোমার মুখচ্ছবি।
মনে হয় গোপনে
কিছু বলবে আমাকেই,তাইতো হই উৎকর্ণ,
অকস্মাৎ চকিতে চাতক হয় আমার প্রতিটি রোমকুপ।
কখনো গাছের
পাশে গাছ হয়ে দাঁড়িয়ে থাকি নিভৃতে একাকী,
অমাবস্যায়-পুর্ণিমার ঝকঝকে আবির মাখি দু'চোখে।
কবিতার কিছু
পঙক্তি নীরবে আউড়িয়ে শান্তি পেতে চাইলে,
কেবল প্রীতি নামই উচ্চারিত হয় হৃৎপিণ্ডের গভীরে।
কি অসীম
তৃষ্ণায় হৃদয় ফেটে যায় তুমি বুঝবে না,
বুকের তলায় অহর্নিশ জ্বলছে প্রেম-নিয়ন বাতির মতো।
নিঁভাজ চোখে
নির্ঘুম রাত্তিরে কিছু প্রশ্ন ঘোরাঘুরি করে,
তখন স্বপ্ন-ঘোরে জিজ্ঞেস করি-প্রীতি কেমন আছো ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much