ইচ্ছে গুলো এলোমেলো
ডালিয়া মুখার্জী
আজ আবার কবিতা লিখতে ইচ্ছে হয়,
ইচ্ছে হয় নতুন করে বাঁচতে,
ইচ্ছে হয় আবার মেঘ পাহাড়ের ঘন কুয়াশা তে মিশে যেতে,
ইচ্ছে হয় পৃথিবীর গন্ধটা বুক ভরে নিতে,
ইচ্ছে হয় শিমুল বনের রাঙা রাস্তা ধরে হাঁটতে,
ইচ্ছে হয় বৃষ্টির প্রতিটি ফোটতে নিজেকে ভিজিয়ে নিতে
ইচ্ছে হয় পাহাড়ের সূর্যাস্ত দেখতে,
শেষ বিকেলে ঘরে ফিরে যাওয়া পাখিদের কলকলানি শুনতে,
ইচ্ছে হয় একভাবে বয়ে যাওয়া পাহাড়ি নদীর গান শুনতে
ইচ্ছে হয় নীল আকাশে রাতের ধ্রুব তারা দেখতে,
বসন্তের হাতছানিতে নিজেকে খুজে নিতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much