২৪ এপ্রিল ২০২২

কবি মোঃ ইসমাঈল এর কবিতা "অন্তিম গন্তব্য"




অন্তিম গন্তব্য
মোঃ ইসমাঈল 

রুহ পাখি উড়ি-উড়ি
একদিন জমাবে ঠিক আকাশ পাড়ি।
এই ধরনী নয়তো কারোর জন্য চিরস্থায়ী ঠিকানা
চিরস্থায়ী থাকার জায়গা হলো কেবল মাটির বিছানা। 

নাহি থাকতে পারবে আর এই ধরনীতে
চলে যেতে হবে ঐ নির্জন ঘর কবরেতে।
নতুন জায়গা নতুন যাত্রা নতুন বিছানা
উপরেতে থাকবে দেওয়া বাশের সামিয়ানা।

থাকবে পরে একা আর নিবে না কেউ খবর
এরই নাম জীবনের অন্তিম গন্তব্য কবর। 
আসবে ফেরেশতা করবে প্রশ্ন যদি হয় নসিব ভালো 
তবে কবর এবং আখিরাত জীবনে জ্বলবে সুখের আলো।

1 টি মন্তব্য:

thank you so much