২৪ এপ্রিল ২০২২

কবি শিবনাথ মণ্ডল এর কবিতা "নারীর নেই বাড়ি"




নারীর নেই বাড়ি

শিবনাথ মণ্ডল


এই জগতে নারী পুরুষ
এখন সমান সমান
খাতা কলমে তাইতো আজ
দিয়েছে তার প্রমান।
বিয়ের আগে মেয়েরা সব
থাকে বাপের বাড়ি
বিয়ের পরে নারীদের ঠাঁই
হয় শ্বশুর বাড়ি।
নারী ছাড়া এই দুনিয়া 
হয় যে অন্ধকার
নারীর কোথায় নিজের বাড়ি 
তাই খুঁজি বার বার।
মেয়েরাতো মা  বোন  স্ত্রী হয়
গৃহের লক্ষীরুপা নারী
এত গুন থাকতেও নারীর
নেউকো নিজের বাড়ি।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much