আজরাইলের হাঁক
মোঃসেলিম মিয়া
(রমজানুল মোবারক)
মেধা শ্রম অর্থ জস অট্টালিকা বাড়ি
কালের স্বাক্ষী রইবে দন্ডায়মান
আবসুসের আহাজারি!
নিথর দেহ শব্দহীণ প্রাণ
বেড়িয়ে গেছে চলে---
নাম ধরে আর ডাকছেনা কেউ
লাস বলছে তারে!
কত যতনে রাখা নাম খানি
টাইটেল গেছে ছুটে --
নামের পোদ্দারি ক্ষমতার বাহাদুরি
বেঁচে থাকাটাই যে মিছে!
ক্ষনিকের বাস কত পণ্ডশ্রম
হায়রে ব্যাকুলতা!
মৃত্যু অমোঘ ভুলে গেছি সবে
স্বজ্ঞানে নির্বোধিতা।
ক্ষণকালের দুনিয়া দারি
কিসের ছোটাছুটি?
দিনের শেষে হিসেবের গড়মিল
অন্কটাই নাহি খাঁটি !
দাফন কাফনে ব্যস্ত সবাই
লাস রবেনা ঘরে,
সাড়ে তিনহাত ভিটে জায়গা
কাঁদা মাটি সব ঘিরে।
অহংকার সব চূর্ণ হবে
দেহ খাবে মাটি!
কিসের এতো বাহাদুরি
মৃত্যুর সওদা কি কারো জুটে?
কবর হবে বসত ভিটা
শাপ বিচ্ছুর বাস,
সময় থাকতে হই সচেতন
আজরাইলের পেতেই হাঁক !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much