সবার সেরা
শিবনাথ মণ্ডল
আয়রে সবাই ছেলে মেয়ে
পড়তে সবাই চল
লেখা পড়ায় কেউ কোনো দিন
করিসনা ভাই ছল ।
বড়ো স্কুলে যাবো সবাই
পড়বো কত ব ই
আর কখনো কাউকে মোরা
দেবনা টিপসই ।
শিক্ষা নেবো ইস্কুলে
শিখবো লেখা পড়া
ভালো ভালো পডবো ব ই
গল্প কবিতা ছড়া ।
ছেলে মেয়ে সবাই মিলে
শিখলে লেখা পড়া
বিশ্বের মাঝে এই দেশটা
হবে সবার সেরা ।
তখন চারিদিকে ছড়িয়ে পড়ে
এই দেশের কথা
সবাই তখন স্বীকার করবে
শ্রেষ্ঠ ভারত মাতা ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much