০৩ এপ্রিল ২০২২

কবি শাহীন রহমান এর কবিতা "কোন কারিগর"





কোন কারিগর
শাহীন রহমান

আহা কি মনোহর সৃষ্টি ভুবন,স্রষ্টা ধরার কোন সে গুনি,
ঢেউ এর গানে মুগ্ধ হই, আর শিশির ঝরার শব্দ শুনি। 

ওই নীল সাগরের উর্মি এসে,পা ধুয়ে দেয় আদর করে,
দূর নীলিমায় আকাশ নামে,পাহাড় বেয়ে ঝরনা ঝরে। 

ওই সাগর পানে ছুটছে নদী,কার ইশারায় সুর্য ওঠে, 
চাঁদের টানে জোয়ার ভাটায়,কানন জুড়ে কুসুম ফোটে। 

 গাভীর বাটে কে দুধ ঝরাই, বৃক্ষ শাখায় ধরাই ফল,
আকাশ জুড়ে মেঘ আনে কে, মুশলধারে ঝরায় জল। 

মাঠ ছেয়ে যায় সোনার ধানে, কে দেয় তাতে শস্য দানা,
ভ্রুণ গুলো সব মায়ের গর্ভে,কেমন করে পায় ঠিকানা। 

হওয়ার আগে মায়ের বুকে,কে ঠেসে দেয় দুধের বাটি, 
কেন সোনার ফসল তুলতে ঘরে, গর্ভবতী হয় এ মাটি। 

কে এনে দেয় জীবে'র আহার, গ্রীষ্মকালে ঠান্ডা পানি,
খুব তাপদহনে শরীর জুড়ায়,শিতল দখিন মলয় আনি। 

আঁধার রাতে কে ঢেলে দেয়, পুর্ণমাসির চাঁদের আলো ? 
কে শিখালো হৃদয় ভরে,আপনজনের বাসতে ভালো। 

যার করুনায় এলাম ভবে,তার খবর কি রাখি আমি ? 
শুধু আমার তরেই সৃষ্টি যিনি,করে গেলেন দিবাযামী।  

এই জমিন জুড়ে মাদুর পাতা,কোথায় থাকে দুর্বাঘাস,
কোন কারিগর গড়াই এসব,কোথায় বল তাহার বাস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much