অলোক দাস
একটা বহু প্রাচীন বটগাছ,
দিয়েছে মানুষকে অক্সিজেন,
পখিকূলকে দিয়েছে আশ্রয় ।
গ্রীষ্মের গরমে দিয়েছে একটু আরাম ।
পথিককে দিয়েছে বিশ্রাম ।
আজ বটগাছের সব পাতা গেছে ঝরে ।
সে আজ শক্তিহীন ।
ভালোবাসাহিন পাথর ।
কেউই আসে না ওর কাছে ।
ওর পাশে বকুল, শিউলি ও পলাশ ।
নিচে সবুজ গাছের অরণ্য ।
মানুষের ভালোবাসা সীমাবদ্ধ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much