কালো রেশমের আবরণে
মিতা নূর
সবকিছু শূন্য লাগে, নিঃস্ব লাগে অসতীত্ব,
ভাবছি, শুধু ভাবছি,ভেবে ভেবে ক্লান্ত আমি,
সত্যিই ক্লান্ত আমি,
আবার না ভেবেও পারি না!
না পারি ভুলতে- না পারি মনের অবস্থা কাউকে বলতে।
আজ বাস্তবতার কাছে বড় অসহায় লাগে,
কেমন যেন নিজেকে আস্তে আস্তে হারিয়ে ফেলছি।
কোনোকিছুই আর মন টানে না,
এখন ভালো আছি হয়তো!
কারোর রক্তিম পলাশের রং ভুলে,কালো রেশমের আবরণে।
একসময় কাউকে নিয়ে শখ ছিল, স্বপ্ন ছিল, সব পালটে দিয়েছি;
আজ ব্যস্ত আমি ভীষণ রকম তার চেনা কে ভুলে।
সেদিন সে ভালোই করেছে, তার মন থেকে নিজ হাতে আমার ছবি মুছে দিয়ে!
নয়তো আজ অকেজো ছবি হয়ে থেকে যেতাম ধুলোবালিতে,
এইতো বেশ আছি, চোখের কোণে পুষে রেখে সাগর !!
--২৯/০১/২০২২--ইং--রাতঃ-১২ঃ১২,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much