০২ এপ্রিল ২০২২

রুকসানা রহমানের একগুচ্ছ অনুকাব্য 





রুকসানা রহমানের একগুচ্ছ অনুকাব্য 

তেমার জন্য


আমি প্রতিদিনই মরে ও কেন যে বাঁচি
শুধু তোমারই জন্য।



পোড়ারঙ


আমি নৈশব্দের ভিতর রেখে গেলাম
ভালোবাসার পোড়ারঙ। 



রক্তাক্ত হাহাকার


কে ডাকে তার প্রিয়াকে হাজার বছর ধরে
সেই উৎসব খাঁচায়
ফেলে আসছে যুগের পর যুগ জ্বালাময় প্রাস্তরে
সেই আঁচলে বোনা আজও ছিঁড়ে নেওয়া
অজস্র পালক
এই যাতনা কি কোনদিন খুঁজে পেয়েছে ? 
কোমল শরীরে লেগে থাকা উষ্ণ- রক্তাক্ত হাহাকার।




অন্ধকারে


আমরা আমার আমার করে কখন যে
বিবেক কে হত্যা করেছি
হত্যা করেছি প্রেম,শিক্ষা সংস্কৃতি ক্ষমতার লোভে
যা ছিলো একদিন আমাাদের আলো
অন্ধকারে আজ কেবলই হাহাকার মানবতা।




খুঁজি


আমি পথ চলতে চলতে মানুষের ভীড়ে 
মানুষ খুঁজি...! 

রুকসানা রহমান
শোষক

এই পৃথিবীতে অমায়িক, মিষ্ট কথার মুখোশধারীদের ভালোবাসার মানুষের অভাব হয়না। 

একমাত্র তার জীবন সঙ্গী বা প্রেয়সী জানে
ঐ মুখোশের আড়ালে লুকিয়ে থাকা শাসক
ও শোষক কে...!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much