০২ এপ্রিল ২০২২

নাসিমা মিশু এর কবিতা "জীবন কথা"




জীবন কথা 
নাসিমা মিশু

আনা যার জীবন 
একলা একা 
আপনার সাথে আপনার কথা বলা
কিবা যায় আসে তাতে 
গভীর নিশুতি কিংবা গনগনে মধ্য দুপুর 
সাঁঝ আঁধারি অস্তের দিগন্তে মিলিয়ে যাওয়ায় 
সকল মৃত সময় নিয়ে একান্তে আপনার মাঝে 
আপনি হারা.....
সকল প্রশংসিত শুভ সময় আপনার চেয়েও আপন
হোক আমিহীন পৃথিবীব্যাপি 
সকল জাগ্রত ক্ষণ হোক প্রিয় সান্নিধ্যে ধরণীতল 
একলা একা নয়,দোহেতে দোঁহে 
হোক শিহরণ পুলকিত আবেশে 
হোক প্রকটিত আলোকিত দিবালোকে
মাতাল বাদলের স্বপ্ন ঘোর মাদকতায়
মধ্য রাতের চাঁদনী প্রহরে অরণ্য কুঞ্জ সুধা আহরিত ঝিরিঝিরি মৃদু তরঙ্গ উতঙ্গে-

তারপর ! তার-ও পর 
পরের ও পর 
সকল মৃত জাগ্রত একক একা সময় গুলো 
এক অদ্ভুত দর্শনে এক মেরুতে সম এবং সমান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much