১৪ ফেব্রুয়ারী ২০২২

কবি জাফর রেজা'র কবিতা




তার গল্পে আমি....
জাফর রেজা 

মন যে কখন কার দরজায় কড়া নাড়ে
কে জানে, 
কতদিন কতরাত হেঁটেছি দু'জন পাশাপাশি, 
আঙ্গিনা জুড়ে জ্যোৎস্নায় স্নান করেছি  বহুবার,
কোনো এক অশুভ রাতে আঙ্গিনার দখল 
নেয় অন্য কেউ,
আমাকে অন্ধ করে 
সে স্বপ্ন খোঁজে অন্য চোখে;
আজ তার গল্পে আমি নেই, 
রাখেনা আমার খবর
হৃদয় খুঁড়ে আমার গল্প দিয়েছে কবর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much