১৪ ফেব্রুয়ারী ২০২২

কবি রুকসানা রহমান এর কবিতা




রদ্দুরে ভেসে যাবো
রুকসানা রহমান

এভাবে কাছে এসোনা,ওষ্ঠে তিল পড়াতে
তারচেয়ে দেখো আমি দুর থেকে ছুঁয়ে দিতেই
তুমি  হয়ে গেলে, আমার। 

এভাবে কাছে এসোনা, 
আমি আকাশে খুঁজছি একফালি সূর্যঠান
আমি মেঘ হয়ে রদ্দুরে ভেসে যাবো।

এভাবে এসোনা 
নাগরিক পদ্মের মতন  জ্যোৎস্না ভাঙ্গা চাঁদের হাঁটে।
এখানে এখনো কান্নারা গুমরে ওঠে।

আমি এক  বিস্ময়,কেবল তোমারই  বুকের গভীরের কাব্য
তাইতো ভুলে যাই,ব্লাক রোড অরণ্য বিষাদ যাতনা।

তুমি আসবে এক নারীর কাছে, বয়ে যাবে সূর্যের মতন
কখনো আমার আকাশের ঝিলমিলি উন্ষতার নায়ের প্লাবণের রদ্দুর। 

তুমি দ্বিধা, আমি দ্বন্দ্ব , কখনো দূর্বার, তুমি দুরন্ত বাতাস 
আমি  ঝর্ণা , তুমি চন্ঝল জলতরঙ্গের
 স্নানে মগ্ন পথিক। 

এভাবেই কাছে আসবে ঋতুর বৈভবে প্রতিটি শিহরনে  
অমৃতা  তিয়াসীর রোদসীর ঘাটে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much